COINFAUCET সাইটে যারা একাউন্ট করেছিলেন তারা সবাই দেখুন কিভাবে Ripple,Btc,Ltc,Eth সহ আরো ৬১ রকমের ওয়ালেট খুলবেন তাও একটি একাউন্টের ভিতরে

যারা CoinPayments সম্পর্কে একেবারে নতুন তারা জেনে নিন Coinpayments আসলে কি:

CoinPayments হচ্ছে একধরনের অনলাইন পেমেন্ট রিজার্ভ ফান্ড।যেখানে আপনি আপনার আয় করা ৬৫ রকমের কয়েন ব্যালেন্স এখানে এনে জমা রাখতে পারবেন এবং প্রয়োজনের মুহুর্তে যেকোন সময় এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন,তাও আবার একেবারে স্বল্প ফি মাধ্যমে এবং দ্রুত ট্রানজেকশন এবং অত্যন্ত কঠোর নিরাপত্তার সাথে।অর্থাৎ আপনার যদি একটি Coinpayments একাউন্ট থেকে থাকে তাহলে আপনি তার ভিতরে BTC,ETH,LTC,RIPPLE কয়েন সহ আরো ৬১ রকমের কয়েন জমা রাখতে পারবেন।আরো সহজভাবে বলতে গেলে ধরুন আপনি একটি সাইটে কাজ করতেছেন এবং পেমেন্ট নিতে চাচ্ছেন এবং পেমেন্ট মেথড বিটিসি।সেক্ষেত্রে আপনার যদি বিটিসি ওয়ালেট নাও থাকে তাহলে আপনি Coinpayments আপনার আয়কৃত অর্থ আনতে পারবেন।ঠিক একইভাবে CoinPayments অন্তর্ভূক্ত এইরকম আরো ৬৪ রকমের কয়েন এখানে রাখতে পারবেন।বর্তমানে বিটকয়েন মার্চেন্ট এবং মেম্ভারদের মধ্যে ৬৫% ই Coinpayments ব্যবহার করে থাকেন।কারন বর্তমানে ব্লকচেইনের ট্রানজেকশন গতি এতই কচ্ছপের ন্যায়, বলা বাহুল্য যে একটি ট্রানজেকশন সফলভাবে হতে ২-৩ দিন সময় নিয়ে থাকে।কয়েনবেজ ট্রানজেকশন গতি ভালো থাকা সত্ত্বেও এড্রেসে এমাউন্ট সেন্ড করলে অতিরিক্ত ফি কাটা কারনে মেম্ভাররা কিছুটা অসন্তুষ্ট।সব মিলিয়ে CoinPayments অন্যান্য ওয়ালেট যেমন কয়েনবেজ এবং ব্লকচেইন থেকে অনেকটা এগিয়ে।অনেক বকবক করলাম এবার মূলপ্রসঙ্গে যাওয়া যাক।

যারা আমার গত পোস্ট থেকে FreeRipple সাইটে রেজিস্ট্রেশন করেছেন এবং কাজও করতেছেন তারা কিভাবে আয়কৃত অর্থ কোথায় রাখবেন এবং যেই ওয়ালেটে রাখবেন ওই ওয়ালেট কোথায় পাবেন এই বিষয়টি দুইটি স্টেপে দেখানো হবে।প্রথম স্টেপটি হল যাদের Coinpayments একাউন্ট নেই,তাদের জন্য।পরের স্টেপটি হল কিভাবে আপনার Coinpayments থেকে আপনার কাঙ্গিত Ripple ওয়ালেট বের করবেন তা নিয়ে।আমি আমার ক্লায়েন্টদের অনুরোধ করব আপনারা যারা freeripple একাউন্ট করেছেন কিন্তু কাজ করছেন না,তারা কাজ প্রতি ঘন্টায় রোল ক্লেম করতে থাকুন এবং যারা কাজ করতেছেন তারা যখন উইথড্র দিবেন Coinpayments এ তখন আপনারা আপনাদের Ripple কয়েনগুলো স্টক করে রেখে দিবেন ভবিষ্যৎ এর জন্য।প্রাথমিকভাবে 1XRP করতে আপনাদের মাসখানেক লাগবে।যেমনটা Freebitcoin সাইটে লাগে।বর্তমানে 1 XRP=0.2$।কয়েনের মূল্য দেখে ভয় পাওয়ার কিছু নেই।কারন বিটকয়েন যখন ৯ বছর আগে মার্কেটে আসছিল তখন 1 BTC=0.2$ ছিল।তার 3 বছর পর যখন Freebitcoin এডমিন তাদের সাইটে প্রচারনা চালাতে থাকে এবং মার্কেটে সমৃদ্ধি লাভ করতে থাকে তারপর থেকে বিটকয়েন মূল্য হতে থাকে আকাশচুম্ভী।আর আমরা সবাই জানি freebitcoin এবং FreeRipple সাইট দুটি একই এডমিনের আওতাধীন।ফলে আমরা আশা রাখতে পারি যে,Ripple কয়েনও ভবীষ্যৎ কিছু একটা হতে পারে।যারা কাজ করতে ইচ্ছুক কিন্তু এখনো একাউন্ট করেন নি,তাদের জন্য পোস্টের একেবারে নিচে গত পোস্টের লিংক দেয়া থাকবে আপনারা ওই পোস্টে গিয়ে একাউন্ট করে কাজ শুরু করে দিবেন।আর একটা কথা না বললেই নয়,আমি যখন কয়েকদিন আগে FreeRipple সাইট নিয়ে পোস্ট দিয়েছিলাম তখন সাইটের মেম্ভার ছিল ৪০০০ এর মতো বাট আজকে পোস্ট করার আগ পর্যন্ত মেম্ভার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯৬০০০।নিশ্চয় এবার তাদের বিশ্বস্ততা এবং জনপ্রিয়তা সম্পর্কে বুঝতে পারতেছেন। আর হ্যাঁ পুরো পোস্টটি ভালোভাবে পড়ুন,বিশেষ করে এখান থেকে গভীরভাবে অনুধাবন করতে থাকুন।আর হ্যাঁ সব লিংক পোস্টের একেবারে নিচে দেওয়া আছে।নিচে দেয়ার একটাই কারন যাতে আপনারা সম্পূর্ন পোস্ট পড়তে পারেন।

১ম স্টেপ Coinpayments রেজিস্ট্রেশন পদ্ধতি:

1.লিংকে যাওয়ার পর যেই পেজ আসবে ওখানে username,email,password এবং উপরে দেয়া কোড বক্সে বসিয়ে Register ক্লিক করবেন।ইউজার নেইম অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন এবং ইমেইল হিসেবে অবশ্যই আপনার জিমেইল একাউন্ট দিবেন নিচের মতো,

2.রেজিস্টার ক্লিক করার পর এবার আপনার জিমেইলে একটি লিংক যাবে

3.এবার আপনার জিমেইলে যান এবং নিচের মতো লিংক দেখতে পারবেন,ওই লিংকে ক্লিক করুন একাউন্ট ভেরিফাই হয়ে যাবে

4.তারপর here লেখায় ক্লিক করুন

ব্যাস, ১ম স্টেপ কমপ্লিট হয়ে গেল।অর্থাৎ আপনার Coinpayments একাউন্ট হয়ে গেল।এবার আসি দ্বিতীয় স্টেপ। কিভাবে Ripple ওয়ালেট খুঁজে বের করব।

২য় স্টেপ Ripple ওয়ালেট বের করার পদ্ধতি:

1.Coinpayments সাইটে গিয়ে Log in অপশন যাওয়ার পর নিচের মতো পেইজ দেখতে পাবেন।Email,password এবং বক্সে কোড সবকিছু বসিয়ে log in ক্লিক করুন

2.এবার আপনার জিমেইলে একটি কনফার্মেশন কোড গিয়েছে।আপনার জিমেইলে গিয়ে নিচের মতো করে কোড কপি করুন

3.এবার কপি করা কোডটি নিচের মতো খালি বক্সে পেস্ট করুন এবং Log in ক্লিক করুন

4.এবার নিচের মতো Merchant এবং Wallet নামে দুইটি লেখা দেখতে পারবেন।আমরা যেহেতু ব্যাবসায়ী না,তাই আমরা Wallet লেখার নিচে Select লেখায় ক্লিক করব

5.তারপর

6.এবার যেই পেইজ আসবে ওইখানে তিন নাম্বার কয়েনটি হল Ripple কয়েন।নিচের মতো XRP option ক্লিক করবেন

7.এবার নিচের মতো Depsit/Receive ক্লিক করবেন

8.এবার নিচের মতো পেইজ আসবে এবং Add deposit new address লেখায় ক্লিক করবেন।Add deposit new address লেখায় ক্লিক করার ফলে আপনার Ripple ওয়ালেট তৈরি হয়ে যাবে

9.সর্বশেষ নিচের মতো যেই পেইজ দেখতে পারবেন ওইখানে মার্ক করা জায়গাতে যেই কাঙ্গিত ওয়ালেট এড্রেস দেখতে পারবেন, ওটাই হল আপনার Ripple ওয়ালেট এবং এই ওয়ালেটেই FreeRipple থেকে ক্যাশআউট করবেন।

[বি.দ্র: ২নং স্টেপ ফলো করে আপনারা BTC,LTC,ETH সহ আরো ৬২ রকমের কয়েন ওয়ালেট বের করতে পারবেন।সব কয়েন ওয়ালেট এড্রেস বের করার নিয়ম এক-ই।]

লিংক
CoinPayments একাউন্ট খোলার লিংক

সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন,আল্লাহ হাফেজ।

বিঃদ্রঃ পোস্টা সংগ্রহিত অন্য ওয়েবসাইট থেকে

Leave a comment